Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের তিনটি তদন্ত কমিটি তাদেরকে ১০ কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে এই নোটিশ দেয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মিজানুর রহমান জানান, গণ-অভ্যূত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে প্রশাসনিক অনিয়ম, একাডেমিক অনিয়ম ও ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সংঘটিত ঘটনার তথ্য যাচাই-বাছাই সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে তথ্য প্রমাণ মিলেছে, তাদেকে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

কর্মচারীকে শোকজ ক্যাম্পাসের দুর্নীতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষককে শোকজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর