Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখতে চায় ইইউ: বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৬

ইইউ’র পার্লামেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক।

ঢাকা: সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এই বৈঠকে ইইউ বাংলাদেশকে দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখতে চায় বলে জানিয়েছে বিএনপি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গুলশানে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন চায় দ্রুতই বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠায় ইইউ সব ধরনের সহযোগিতা করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতি কেউ চাইলেই হবে না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচন হলে জনগণই তা নির্ধারণ করবে।’

অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘বৈঠকে বাংলাদেশে বাণিজ্য খাতে সহযোগিতা করার বিষয়ে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।‘

৫ আগস্টের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই আন্দোলনে কি পিআর পদ্ধতির দাবি ছিল? জনগণ মূলত গণতন্ত্র ও অবাধ নির্বাচনের দাবিতেই আন্দোলনে অংশ নিয়েছে।’

বিএনপি নেতারা জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থা ও বাণিজ্য সহযোগিতা ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই

ইইউ গণতান্ত্রিক নির্বাচন বিএনপি বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর