Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসার জন্য ‘বিশেষ অ্যাপয়েন্টমেন্ট’ চাইতে মানা করল জার্মান দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮

ঢাকা: ভিসা আবেদনের ক্ষেত্রে ‘বিশেষ অ্যাপয়েন্টমেন্ট’ চাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের বিশেষ অ্যাপয়েন্টমেন্ট চাওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হলো, কারণ এর জন্য সময় এবং সক্ষমতা দুটিই প্রয়োজন।

এতে আরও বলা হয়, স্বচ্ছতা বজায় রাখতে কারণে দূতাবাস কঠোরভাবে অপেক্ষমাণ তালিকার ক্রম মেনে চলে এবং এক্ষেত্রে কোনও ব্যতিক্রম করা হয় না।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান দূতাবাস শুধুমাত্র জার্মানির জন্য ‘জাতীয় ভিসা’ ইস্যু করতে পারে (যেমন কর্মসংস্থান ভিসা)। অন্য শেনজেন দেশগুলোর জন্য জাতীয় ভিসা ইস্যু করা হয় না।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/এসএস

‘বিশেষ অ্যাপয়েন্টমেন্ট’ জার্মান দূতাবাস ভিসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর