Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচনকে ঘিরে রাবি শিবিরের ৭ দফা দাবি

রাবি করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮

রাকসুর প্রধান নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিচ্ছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নেতারা। ছবি: সারাবাংলা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৭ দফা দাবি জানিয়েছে রাবি ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশন বরাবর এ স্মারকলিপি দেন তারা।

তাদের দাবিগুলো হলো-

  • পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় সুবিধা নিশ্চত করা।
  • সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবল প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার প্রদান করা।
  • ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা এবং বিশেষজ্ঞ টিম রাখা।
  • কোন প্রার্থী প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তি করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা।
  • প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা।
  • ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা।
  • নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা।

এ সময় ছাত্রশিবিরের প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর প্যানেল থেকে সাত দফা দাবি দিয়েছি। তার মধ্যে অন্যতম, কেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশ ও প্রশাসনের সহযোগিতা, সাংবাদিকদের জন্য পৃথক কার্ডের ব্যবস্থা করা, ত্রুটি মুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা, ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, ভোট গণনা প্রজেক্টরের মাধ্যমে দেখানো ইত্যাদি। আশাকরি, নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘আমরা একটি সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। ছাত্রদল ও ছাত্রশিবির যে দাবিগুলো জানিয়েছে, সেগুলো আমরা গ্রহণ করেছি। এর মধ্যে যেগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন সম্ভব, সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব।’

সারাবাংলা/এনএমই/এসএস

দফা দাবি নির্বাচন রাকসু রাবি শিবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর