ঢাকা: জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ সেপ্টেম্বর অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি।
অধিবশনের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূত প্রমুখ নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক হতে পারে।