Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৭

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ – (ছবি: সংগৃহীত)

ঢাকা: জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ সেপ্টেম্বর অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি।

বিজ্ঞাপন

অধিবশনের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূত প্রমুখ নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক হতে পারে।

বিজ্ঞাপন

কুয়েটে সুইমিং পুলের উদ্বোধন
৫ নভেম্বর ২০২৫ ১৭:২৩

আরো

সম্পর্কিত খবর