Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই বৃদ্ধা গোলাপীর পাশে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৯

গোলাপী বেগম ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকার পরিচিত মুখ অসুস্থ বৃদ্ধা ‘গোলাপী বেগম’ এর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) গোলাপী বেগমের গলায় অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

অপারেশনের পর তার খোঁজখবর নিতে হাসপাতালে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা সরকার সেতু ও  ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রাজধানীর শাহবাগে বহু বছর ধরে মানবেতর জীবনযাপন করা পরিচিত মুখ ‘গোলাপী খালা’—সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন। তিনি এলাকার মানুষদের কাছে পরিচিত মুখ হলেও কখনোই সরকারি বা বেসরকারি কোনো সাহায্য পাননি। গত ৩ আগস্ট সংবাদমাধ্যমে তার দুরবস্থার খবর নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

সারাবাংলা/এফএন/এসএস

গোলাপী তারেক রহমান দাঁড়াল বৃদ্ধা

বিজ্ঞাপন

সেই বৃদ্ধা গোলাপীর পাশে তারেক রহমান
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

এবার উত্তাল এশিয়ার আরেক দেশ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:০১

আরো

সম্পর্কিত খবর