ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের স্বৈরাচারী শাসন চিরতরে বন্ধ করার জন্য জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হওয়া উচিত। জুলাই মাসে নিহত ও আহতদের রক্তের প্রতি সম্মান জানাতে এই নির্বাচন পদ্ধতি জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার উত্তরার মুগ্ধ মঞ্চ চত্বরে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাইয়ের গণহত্যার বিচার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
তিনি ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ‘যদি ক্ষমতালোভী রাজনীতিবিদরা নিজেদের না শোধরান, তবে জনগণ তাদের আগামী জাতীয় নির্বাচনেও প্রত্যাখ্যান করবে।‘
গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। এ সময় পীর চরমোনাই তার হাতে দলের প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন এবং সবার কাছে তার জন্য কাজ করার আহ্বান জানান।
এ ছাড়া দলের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামসহ অন্য নেতারা বক্তব্য দেন। তারা প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।