Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাইস ব্র্যান অয়েল রফতানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৮

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে থেকে রাইস ব্র্যান অয়েল রফতানিতে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৭ সেপ্টেম্বর) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

ফলে, দেশ থেকে কেউ রাইস ব্র্যান অয়েল বা কুঁড়ার তেল রফতানি করতে চায়, তাহলে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস আইন ২০২৩-এর ক্ষমতাবলে কুঁড়ার তেল রফতানির ক্ষেত্রে ২০ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হলো। পরিশোধিত ও অপরিশোধিত—উভয় ধরনের কুঁড়ার তেল রফতানিতে এ শুল্ক আরোপ করা হবে।

প্রসঙ্গত, কয়েক মাস ধরেই বাংলাদেশ রাইস ব্র্যান অয়েল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা রফতানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের দাবি জানিয়ে আসছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর