সিলেট: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সমালোচকদের উদ্দেশে বলেছেন, ‘প্রায়ই শুনি আপনি কি করেছেন? শহিদের রক্তের ওপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে এখানে বসিয়েছি।’ তাদেরকে আমি বলতে চাই—‘আমি ফুটবল খেলোয়াড় বা মঞ্চ নাটকের অভিনেতা নই যে মুহূর্তেই আমার কাজ দেখাতে পারব। আমি যা করছি তা দেশের কাজের মধ্য দিয়েই প্রমাণ হবে। আমরা অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নি।’
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর আওতায় মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ‘সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছি তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে।’
তিনি জানান, মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান চালু হলে পারিবারিক বিরোধ, ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুকসহ নানা বিষয় মামলা ছাড়াই সমাধান সম্ভব হবে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
প্রথম ধাপে এই বাধ্যতামূলক বিধান ১৮ সেপ্টেম্বর থেকে দেশের ১২ জেলায় কার্যকর হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন আইন উপদেষ্টা।