Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেয়ারে কারসাজি: জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যানসহ ৯ জনের জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৯

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যানসহ ৯ পরিচালককে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের ১ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত সোনালী পেপারের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করা হয়। এতে জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদের ৯ জন যথা- চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক টি আই এম নুরুল কবির, ভাইস চেয়ারম্যান প্রিন্স মজুমদার, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, ওরাকল সার্ভিসেস লিমিটেডের মনোনীত ব্যক্তি হাসান শহীদ সারওয়ার, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, পরিচালক নিলোফার ইমাম, স্বতন্ত্র পরিচালক রোকেয়া ইসলাম, স্বতন্ত্র পরিচালক জহরুল সৈয়দ বখত- প্রত্যেককে ১ কোটি ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া, জেনেক্স ইনফোসিস লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিসিবির পরিচালক হলেন রুবাবা
৩ নভেম্বর ২০২৫ ১৪:০৮

আরো

সম্পর্কিত খবর