Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে যুবলীগ নেতা রাব্বি চৌধুরী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৯

যুবলীগ নেতা ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বি। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সদর থানার বিনোদপুর কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাব্বি চৌধুরী শহরের বিনোদপুর এলাকার লিয়াকত আলী চৌধুরীর ছেলে ও রাজবাড়ী জেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জুলাই বিকেল ৩টার দিকে সদর থানার রাজবাড়ী ঢাকা মহাসড়কের বড়পুল গোল চত্বরে কোটা আন্দোলনকারীরা সমবেত হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ইলিয়াছ চৌধুরী ওরফে রাব্বিসহ অন্য আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোমা, আগ্নেয়আস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাশের লাঠিসহ গাছের ডাল নিয়ে আন্দোলনকারীদের এলোপাতাড়ি বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বুধবার দুপুরে রাজবাড়ী সদর থানার এসআই মিকাইল হোসেন অভিযান চালিয়ে বিনোদপুর কলেজপাড়া থেকে রাব্বি চৌধুরীকে গ্রেফতার করে। বিকেলে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, তার বিরুদ্ধে সদর থানায় আরও তিনটি মামলা রয়েছে। সেই মামলাগুলোর এজাহারনামীয় আসামি তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর