Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবে জবি শিক্ষার্থীরা

জবি করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ কমিটি ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ অনুমোদন করেছে। এর ফলে শিক্ষার্থীরা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই বিশেষ বৃত্তি পাবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অক্টোবরের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির আবেদন নেওয়া হবে এবং ওই মাসের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। জানুয়ারির মধ্যে প্রথম কিস্তি বিতরণ করা হবে। তবে বৃত্তির কার্যকারিতা জুলাই ২০২৫ থেকে গণনা করে এরিয়ার অর্থও প্রদান করা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবারের মান উন্নয়নের বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই এর দৃশ্যমান অগ্রগতি আশা করা হচ্ছে বলে জানানো হয়।

সারাবাংলা/এসএস

আগামী জবি জানুয়ারি বিশেষ বৃত্তি শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর