Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮

ছবি: সারাবংলা

ঢাকা: বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় আবারও উঠে এসেছে ঢাকার নাম। আন্তর্জাতিক বায়ু পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৭৩, যা “মডারেট” বা সহনীয় পর্যায়ের মধ্যে পড়লেও এটি এখনও স্বাভাবিকের তুলনায় উচ্চমাত্রার দূষণ নির্দেশ করে।

ঢাকা বর্তমানে বিশ্বের ২৩তম দূষিত নগরী। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর-১৫৮), মিশরের কায়রো (স্কোর-১৫৬) ও উগান্ডার কামপালা (স্কোর-১৫২)। দক্ষিণ এশিয়ার বড় নগরীগুলোর মধ্যে দিল্লি (স্কোর-১২৯) পঞ্চম এবং কলকাতা (স্কোর-৬৮) ২৮তম অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, ঢাকার দূষণের প্রধান উৎসগুলো হলো—

  • যানবাহনের কালো ধোঁয়া
  • ইটভাটা ও শিল্পকারখানার নির্গমন
  • নির্মাণকাজের ধুলা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে দূষণের মাত্রা কিছুটা কমলেও শীত মৌসুমে পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্যঝুঁকি

যদিও “মডারেট” পর্যায়ে সাধারণ মানুষ তুলনামূলকভাবে কম ঝুঁকিতে থাকে, তবে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই মাত্রার দূষণও ক্ষতিকর হতে পারে।

পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, ঢাকায় স্থায়ী সমাধানের জন্য—

  • গণপরিবহণ ব্যবস্থা উন্নত করা,
  • শিল্প ও যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ,
  • নির্মাণস্থলে ধুলা নিয়ন্ত্রণ,
  • সবুজায়ন ও পরিবেশবান্ধব নগর পরিকল্পনা,
  • অবশ্যই বাস্তবায়ন করা জরুরি,
  • ঢাকা নগরীর বাসিন্দাদের জন্য মাস্ক ব্যবহার, ঘরের জানালা-দরজা বন্ধ রাখা এবং সম্ভব হলে এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ
৬ নভেম্বর ২০২৫ ১৭:৩৩

আরো

সম্পর্কিত খবর