Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩০

চুক্তি সই শেষে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আলিঙ্গন করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: সংগৃহীত

সৌদি আরব ও পাকিস্তান বুধবার (১৮ সেপ্টেম্বর) একটি ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চুক্তিতে সই করেন। উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, সৌদি আরব বা পাকিস্তানের যেকোনো এক দেশের ওপর আগ্রাসনকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, এ চুক্তির উদ্দেশ্য হলো প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তিশালী করা।’

বিজ্ঞাপন

চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক ছাতার সুরক্ষা দেবে কিনা—এমন প্রশ্নের জবাবে সৌদি কর্মকর্তা জানান, এটি একটি সমন্বিত প্রতিরক্ষা চুক্তি যা সব ধরনের সামরিক সক্ষমতাকে অন্তর্ভুক্ত করে।

উপসাগরীয় আরব দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার উপর নির্ভরশীল থাকলেও সাম্প্রতিক সময়ে সেই আস্থায় ফাটল দেখা দিয়েছে। গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার পর এই শঙ্কা আরও গভীর হয়েছে।

সারাবাংলা/এনজে

চুক্তি সই পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর