Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃদয়-শাফায়াত-তৌফিকের নেতৃত্বে চাকসুতে ছাত্রদলের প্যানেল

চবি করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭

বামে শাফায়াত হোসেন হৃদয় (জিএসপ্রার্থী) ,মাঝে সাজ্জাদ হোসেন হৃদয় (ভিপিপ্রার্থী), ডানে আবিদুর রহমান তৌফিক (এজিএসপ্রার্থী)।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে বিশ্ববিদ্যালয় শাখা সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে সহ-সভাপতি (ভিপি), শাফায়াত হোসেন হৃদয়কে সাধারণ সম্পাদক (জিএস) এবং আবিদুর রহমান তৌফিককে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্যানেল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছির উদ্দীন নাছির বলেন, ‘চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্লাটফর্ম। বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধানে চাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয়তাবাদী ছাত্রদল সকল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। চাকসু নির্বাচনের জন্য আমরা প্রশাসনের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাইনি। বর্তমান প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। বিগত সকল রাজনৈতিক আন্দোলনে ছাত্রদলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভবিষ্যতে ও করবে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি প্যানেল ঘোষণা করে বলেন, ‘খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম বিপ্লব এবং সহ-সম্পাদক জয় বড়ুয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মোজাম্মেল হক হৃদয়, সহ-সম্পাদক শহীদুল কায়সার, দফতর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূইয়া এবং সহ-দফতর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ।

ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান, সহ সম্পাদক শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে সায়েম উদ্দিন আহমেদ, সহ সম্পাদক ইয়াসিন আরাফাত। আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো: জাবেদ।

এছাড়া সদস্য পদে ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআর/এনজে

চাকসু ছাত্রদলের প্যানেল

বিজ্ঞাপন

আগ্নেয়গিরির ভেতরেই যে গ্রাম!
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০

আরো

সম্পর্কিত খবর