Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষক সাজে রাকসুর নির্বাচনি প্রচারে জোহা

রাবি করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৬

সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এর অংশ হিসেবে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিতি শিক্ষার্থী জোট’র সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদপ্রার্থীকে কৃষকের সাজে প্রচারে নামতে দেখা যায়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চতুর্থ দিনের প্রচারে ভিন্ন সাজে দেখা যায় জাহিদ হাসান জোহাকে। এর আগেও তিনি পুলিশের সাজে প্রচারণায় এসেছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রচলিত মাইকিং, ব্যানার বা পোস্টারের বাইরে গিয়ে ভিন্নধর্মী কৌশলে প্রচারে নেমেছেন। কেউ লিফলেটকে টাকার নোট বা দলিলের আকারে বানিয়েছেন, কারও লিফলেট ডাকটিকিটের মতো ছোট। কেউ আবার পুলিশের পোশাকে ভিডিও বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, প্রার্থীরা সকাল-বিকেল হলে হলে ঘুরে হাতে হাতে লিফলেট পৌঁছে দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালাচ্ছেন। এতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

ভিন্নধর্মী এ প্রচার সম্পর্কে জানতে চাইলে সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা বলেন, ‘আমি যেহেতু সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছি, তাই একটু ভিন্নভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি— যাতে এর মাধ্যমে আমার পদটি ফুটে ওঠে। এর আগে আমি প্রচারমূলক ভিডিও অনলাইনে প্রকাশ করেছি এবং সেখান থেকে ব্যাপক সাড়া পেয়েছি। পাশাপাশি অফলাইনেও শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। কারও সঙ্গে দেখা হলে তারা আগেই বলছে আমাকে দেখেছে বা চেনে— এটাই আমাকে অধিকসংখ্যক ভোটারের কাছে পৌঁছাতে সাহায্য করছে।’

তিনি আরও বলেন, ‘জয়ের আশা সবারই থাকে। আমি মনে করি, যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব, আমার জয়ের সম্ভাবনা ততই বাড়বে। আমি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সংস্কৃতি চর্চার সঙ্গে কর্মী ও সংগঠক হিসেবে যুক্ত আছি। তাই সংস্কৃতির শূন্যতা কোথায়, প্রতিবন্ধকতা কী— সে বিষয়ে আমি ভালোভাবেই জানি। এ কারণেই আমি সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানে কাজ করার চেষ্টা করব।’

আগামী ২৫ সেপ্টেম্বরের রাকসু নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন উৎসবের আমেজে মেতেছে। প্রার্থীদের এমন ভিন্নধর্মী প্রচার শুধু শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণই করছে না, বরং ভোটের আগে পুরো ক্যাম্পাসকেই প্রাণবন্ত করে তুলছে। শিক্ষার্থীদের প্রত্যাশা— এই উদ্ভাবনী ধারাই রাকসু নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।

সারাবাংলা/এনএমই/পিটিএম

জোহা নির্বাচন রাকসু সংস্কৃতিবিষয়ক সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর