Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬

মেঘনা পরিবহনের বাসটি।

পটুয়াখালী: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত হৃদয়কে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলাধীন আউলিয়াপুর ইউনিয়নের ইপিজেড গেট সংলগ্ন কালভার্টের উত্তর পাশে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গলাচিপার বড়গাবুয়া গ্রামের মো. জালাল মৃধার ছেলে মোটরসাইকেল চালক মো. শামীম (৩৫) ও গলাচিপা গোলখালী গ্রামের আ. মালেক মোল্লার ছেলে মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা (৪৫)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে তিনজন মহাসড়ক দিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ আরোহীরা সড়কে ছিটকে পড়ে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনজে

নিহত বাসের ধাক্কা মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর