Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এগোলো অমর একুশে বইমেলা, নতুন তারিখ ১৭ ডিসেম্বর-১৭ জানুয়ারি

সারাবাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩

বাংলা একাডেমি

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে এবারের অমর একুশে বইমেলা এগিয়ে আনা হয়েছে। নির্ধারিত নতুন তারিখ অনুযায়ী চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর তারিখ নির্ধারণসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বাংলা একাডেমি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এতে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো