Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্কভুক্ত দেশের ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে জোরদার করতে সার্কভুক্ত দেশের ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিতভাবে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এই মেলাকে দক্ষিণ এশিয়ার দেশসমূহ এবং ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নতুন নতুন ধারনা, জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা আদান-প্রদানের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে বলেন, আমি আশা করি, দক্ষিণ এশিয়ার দেশসমূহের এই মিলন মেলা আমাদের আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞাপন

বাণিজ্য সচিব জানান, বিশ্বের অন্যান্য অর্থনৈতিক জোট গঠিত হয়েছে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে। দক্ষিণ এশিয়ায় আমরা এখনও সেই প্র্যাকটিস শুরু করতে পারিনি। এ সময়, দক্ষিণ এশিয়ার দেশসমূহের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি শক্তিশালী অর্থনৈতিক জোট গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ ধরণের বাণিজ্য মেলা শুধু দ্বিপাক্ষিক উদ্যোগে আয়োজন না করে দুবাইয়ের মত অন্যান্য বড় শহরগুলোতে আয়োজন করার পরামর্শ দেন রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান হাসান আরিফ। স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে মেলা আয়োজন এবং তাদের পণ্য ও সেবাসমূহের ব্র্যান্ডিং বিষয়ে ইপিবি’র পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বিশ্ব বাণিজ্য দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসতে শুরু করেছে। আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের আরও সাংগঠনিকভাবে কাজ করতে হবে।
এ সময় দক্ষিণ এশিয়ার দেশসমূহের বৈচিত্রময় সম্পদ ভান্ডার, কাঁচামাল এবং জনশক্তিসহ নানা সম্ভাবনার কথা তুলে ধরে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে জোরদার করতে সার্কভুক্ত দেশসমূহের ব্যবসায়ীদের একসুত্রে কাজ করার আহ্বান জানান মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সার্ক সেক্রেটারিয়েটের (ইকোনমি, ট্রেড এবং ফাইন্যান্স) পরিচালক ভাবেশ আর ত্রিভাদি বলেন, সমগ্র এশিয়ার অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার অবদান উল্লেখযোগ্য। নিজেদের মধ্যে শুক্তিশালী নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব বলে জানান তিনি।

আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি সার্কভুক্ত দেশসমূহকে নিজেদের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার আহ্বান জানান এফবিসিসিআই এর মহাসচিব মো. আলমগীর। বাণিজ্য বাধা দূর করা এবং নিজেদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে দক্ষিণ এশিয়াকে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্লক হিসেবে গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণে ঢাকায় চার দিনের এই মেলায় এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, ইলেক্ট্রনিকস পণ্য, কসমেটিকস, জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, প্রযুক্তিপণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যারসহ দক্ষিণ এশিয়ার সেরা ব্র্যান্ডসমূহের পণ্য ও সেবা। সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)। এতে সহযোগিতা করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

সারাবাংলা/ইএইচটি/আরএস

সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর