ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ যদি কর্মসূচির মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, ‘বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। কিন্তু পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে তার জবাবদিহিতা থাকবে।’
তিনি বলেন, ‘নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহিতার ঘাটতি তৈরি হয়েছে। নুরের ঘটনা সেই বাস্তবতাকেই সামনে এনেছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সব জায়গায় ঐকমত্য হওয়া সম্ভব নয়। ভিন্নমত ও ভিন্ন দাবি থাকতেই পারে। তবে জনগণের কাছে যেতে হবে, সেটাই হলো মূল বিষয়।’