যশোর: যশোরে ৪৯ বিজিবির অভিযানে সোয়া কোটি টাকা মূল্যের ৫টি সোনার বারসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল গোপন সংবাদের ভিত্তিতে মুড়লীর মোড় বাসস্ট্যান্ড থেকে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার, একটি মোবাইল এবং একটি পাওয়ার ব্যাংকসহ আসামিকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনারবারগুলো পাওয়া যায়।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আবু বক্কার শ্যামপুর গেন্ডারিয়ার সাইজদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে বারগুলো নিয়ে যাচ্ছিল। সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে বেনাপোল যাচ্ছিল।
আটক সোনার মূল্য এক কোটি এগারো লাখ এগারো হাজার পাঁচশত চুয়াত্তর টাকা, মোবাইলের মূল্য পঁয়ষট্টি হাজার টাকা, পাওয়ার ব্যাংকের মূল্য এক হাজার পাঁচশত টাকা এবং নগদ এক হাজার নয়শত টাকাসহ সর্বমোট সিজার মূল্য এক কোটি এগারো লাখ ঊনআশি হাজার নয়শত চুয়াত্তর টাকা।
আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।