Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে দুর্গাপূজার প্রস্তুতি সভা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

দুর্গাপূজার প্রস্তুতি সভা

ময়মনসিংহ: ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি ও আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য দেন ক্যাপ্টেন নাহিদুল ইসলাম হৃদয়, কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি), ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সনাতনী ধর্মীয় সংগঠনের নেতারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স জানান, এ বছর মহানগরীতে ৯০টি এবং ইউনিয়ন পর্যায়ে ৪০টি পুজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

দুর্গাপূজা প্রস্তুতি সভা সনাতনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর