Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৪

আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুর: জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা জামাল পাশা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ এই তথ্য জানান। এর আগে, বুধবার রাতে ঢাকার উত্তরা ও ফার্মগেট থেকে তাদের গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বিভিন্ন মিডিয়া ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী এবং জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশা ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলে সক্রিয় ভূমিকা পালন করে। তাদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়াও শাহেদ আলী গত ৩ আগস্ট রাতে নিজের চোখ বেঁধে নিজেকে অপহরণের নাটক সাজিয়ে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও সম্প্রচার করে বলেও জানান তিনি।

সারাবাংলা/এইচআই

আওয়ামী লীগ গ্রেফতার ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর