Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেমারদের জন্য আসছে ইনফিনিক্স জিটি সিরিজের ৫জি ফোন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৮

ঢাকা: বাংলাদেশে ই-স্পোর্টস এখন আর শুধু বিনোদন বা শখের বিষয় নয়, বরং তরুণদের জন্য মূলধারার এক ক্যারিয়ারে পরিণত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্র্যান্ডগুলোও এগিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দেশের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাজারে আনছে তাদের নতুন জিটি সিরিজের অফিসিয়াল ৫জি স্মার্টফোন, যা বিশেষভাবে গেমারদের জন্য তৈরি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাস থেকে শুরু করে অনলাইন কমিউনিটি— সবখানেই প্রতিযোগিতামূলক গেমিং তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে। জাতীয় টুর্নামেন্ট এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্যাম্পাস লিগে ইতিমধ্যেই হাজারো খেলোয়াড় অংশ নিচ্ছেন। অন্যদিকে দর্শকেরাও পিছিয়ে নেই—লাইভস্ট্রিম ও সরাসরি ইভেন্টে প্রিয় দলের খেলায় উৎসাহ যোগ করতে ভিড় করছেন তারা। গেমিংয়ে এই উচ্ছ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে উন্নত প্রযুক্তির চাহিদা। এমন ডিভাইসের প্রয়োজন দেখা দিয়েছে, যা দ্রুতগতি, দীর্ঘসময় স্থিতিশীল পারফরম্যান্স এবং প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য প্রয়োজনীয় নিখুঁত অভিজ্ঞতা দিতে পারে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, চাহিদার কথা মাথায় রেখে ইনফিনিক্স নিয়ে আসছে জিটি সিরিজের নতুন স্মার্টফোন। মোবাইল গেমিং সবসময়ই সহজলভ্য হলেও, ব্র্যান্ডটির দাবি— নতুন এই ফোন সাশ্রয়ী দামে প্রো-লেভেলের পারফরম্যান্স দেবে। আসন্ন ফোনের সবচেয়ে আলোচিত ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল ক্যাপাসিটিভ গেমিং ট্রিগারস, যা এই বাজেটে প্রথমবারের মতো আসছে। কনসোল-স্টাইলের এই কন্ট্রোলস খেলোয়াড়দের দ্রুত গিয়ার বদলানো, কম্বো চালানো এবং মুহূর্তেই প্রতিক্রিয়া দেওয়ার সুবিধা দেবে। সঙ্গে রয়েছে মিডিয়াটেক ডিমেন্সিটি ৭৪০০ ৫জি প্রসেসর, যা দীর্ঘক্ষণ খেলার সময়ও ফ্রেম ড্রপ কমিয়ে মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।

ইনফিনিক্স জানায়, ডিভাইসটিতে যুক্ত হয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা হাই রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ব্রাইটনেসে আউটডোর গেমিংয়ে পরিষ্কার ও প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রদান করবে। ফলে এটি টুর্নামেন্ট-রেডি ডিভাইস হিসেবে বিবেচিত। ই-স্পোর্টসের এই উত্থানের সঙ্গে বাংলাদেশি তরুণ গেমাররা পাচ্ছে প্রতিযোগিতামূলক সংযোগ এবং সম্ভাবনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার সুযোগ। সেই যাত্রার অংশ হতে চলেছে আসন্ন ইনফিনিক্স জিটি সিরিজের স্মার্টফোন, যা কনসোলের মতো নিয়ন্ত্রণ, মসৃণ পারফরম্যান্স এবং ভরসাযোগ্য ডিজাইন দিয়ে দেশের গেমিং কমিউনিটিকে শক্তিশালী করবে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ইনফিনিক্স গেমারদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর