Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিনের শর্ত ভেঙে গোবিপ্রবি’র উপ-রেজিস্ট্রার ফারজানা কাজে বহাল

গোবিপ্রবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৫ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৭

গোবিপ্রবির উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলাম

গোপালগঞ্জ: আদালতের দেওয়া চাকরিতে যোগদান না করার জামিনের শর্ত ভঙ্গ করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলামকে অফিস করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রশাসনের সম্মতিতে আদালতের আদেশ অমান্য করে তাকে অফিস করতে দেখা যায়।

জানা যায়, জুলাই গণহত্যা চলাকালীন গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেন এবং বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন। ৫ আগস্টের পর তার ওই বক্তব্যের স্ক্রিনশট বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়।

বিজ্ঞাপন

এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ২৪ ডিসেম্বর চাকরিতে যোগদান না করা, আওয়ামী লীগের রাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত না হওয়া এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের হুমকি, হামলা বা ষড়যন্ত্রের চেষ্টা না করার শর্তে তাকে জামিন দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘অভিযোগ আছে, তদন্ত কমিটি তদন্ত করার পর ব্যবস্থা নেওয়া হবে। তাকে তো চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। তিনি এতদিন ছুটিতে ছিলেন। যেহেতু চাকরিচ্যুত হয়নি, বাধা দিতে পারি না।’

সারাবাংলা/এইচআই

উপ-রেজিস্ট্রার গোপালগঞ্জ গোবিপ্রবি জামিনের শর্ত ভঙ্গ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর