Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের এআই শেখাবে রবি ও টেন মিনিট স্কুল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৮

শিক্ষার্থীদের এআই শেখাবে রবি আজিয়াটা পিএলসি ও টেন মিনিট স্কুল। ছবি: সংগৃহীত

ঢাকা: শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শেখার ক্ষেত্রে সহায়তা করতে একসঙ্গে কাজ করবে রবি আজিয়াটা পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় এডটেক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। প্রতিষ্ঠান দু’টির যৌথ অংশীদারিত্বের আওতায় দেশের বিভিন্ন স্কুল ও কলেজের লাইব্রেরিতে এআই ব্যবহারের ওপর বাংলায় লেখা একটি বই বিতরণ করা হবে। এছাড়া, এআই ব্যবহার নিয়ে ‘মাই রবি’ অ্যাপ থেকে পাওয়া যাবে সাপ্তাহিক ভিডিও কনটেন্ট। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক বাংলায় প্রথমবারের মতো এআই শেখার একটি পূর্ণাঙ্গ ই-বুক তৈরি করেছেন। এতে রয়েছে ২৪টি ভিজ্যুয়াল চ্যাপ্টার এবং ২৪টি ভিডিও। বইটি ছাপিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল ও কলেজের লাইব্রেরিতে সরবরাহ করা হবে, যাতে শিক্ষার্থীরা সহজেই এআই সম্পর্কে জানতে ও শিখতে পারে। এছাড়াও ‘মাই রবি’ অ্যাপ ব্যবহারকারীরা প্রতি ‘সুপার রবিবারে’এআই টিপস, ট্রিকস ও সাপ্তাহিক ভিডিও কনটেন্ট উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘এআই বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনছে। রবি ও টেন মিনিট স্কুলের এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে সহায়তা করা হবে। আমরা চাই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শিক্ষার একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

এআই টেন মিনিট স্কুল রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর