Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুরে নেসকোর ২টি ট্রান্সফরমারসহ চোরাই মালামাল উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৮

নেসকোর ২টি ট্রান্সফরমাসহ চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে এক গুদামঘর থেকে দুইটি ট্রান্সফরমারসহ নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গুদাম ঘরের মালিক আমিনুল ইসলাম (৫০) নামের এক জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আদানির মোড় সংলগ্ন বকসাপাড়ায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার আমিনুল হক একই এলাকার মৃত সাহাজ উদ্দিন বোদার ছেলে। উদ্ধার হওয়া ওইসব বৈদ্যুতিক মালামালের মূল্য প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ওয়াদুদের নির্দেশে ওই গুদাম ঘরে তল্লাশি চালায় পুলিশ। সেখানে কাগজপত্রবিহীন একটি বড় ট্রাকে থাকা দুইটি ট্রান্সফরমার এবং নেসকোর বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করে তা জব্দ করা হয়। এ সময় আটক করা হয় মো. আমিনুল ইসলামকে।

বিজ্ঞাপন

বিষয়টি জানার পর ঘটনাস্থলে এসে নেসকোর সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘পুলিশের উদ্ধার করা ওই মালামালগুলো সৈয়দপুরের নেসকোর। মাস খানেক আগে সেগুলো চুরি হয়। সে সময় এ ব্যাপারে অভিযোগও দেওয়া হয়।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. ওয়াদুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরচক্রের সক্রিয় সদস্যরা একটি ট্রাকে করে চুরি করা ট্রান্সফরমার আমিনুল হকের বাসার পাশের একটি গুদামঘরে সংরক্ষণের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মূলহোতা আমিনুল হককে আটক করা সম্ভব হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

সারাবাংলা/এইচআই

চোরাই মালামাল উদ্ধার নেসকো সৈয়দপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর