Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
শ্রীলংকার জয়ে সুপার ফোরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫

সুপার ফোরে পৌঁছে গেল বাংলাদেশ

এই ম্যাচের ওপরেই নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য। শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের নানা সমীকরণ নিয়ে গত দুদিন ধরেই হিসাব কষছিলেন বাংলাদেশের কোটি সমর্থক। শেষ পর্যন্ত কপাল পুড়ল আফগানদেরই। রোমাঞ্চকর এক লড়াইয়ে আফগানদের ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরে পৌঁছে গেছে শ্রীলংকা। আর তাদের এই জয়ে আফগানিস্তানকে টপকে পরের রাউন্ডে চলে গেল বাংলাদেশও।

টসে জিতে আজ ব্যাটিংয়ে নেমেছিল আফগানিস্তান। পুরো ইনিংসজুড়েই খুব একটা সুবিধা করতে পারেননি আফগান ব্যাটাররা। একটা সময় মনে হচ্ছিল লংকানদের বড় টার্গেট দিতে পারবেন না তারা।

তবে ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নবীর অবিশ্বাস্য এক ক্যামিওতে পালটে যায় পুরো ম্যাচের দৃশ্যপট। এক ওভারে ৫ ছক্কা মেরে আফগানদের ১৬৯ রানের পুঁজি এনে দেন নবী।

বিজ্ঞাপন

শ্রীলংকা অবশ্য ১৭০ রানের লক্ষ্য পেরিয়ে গেছে খুব একটা বিপদে না পড়েই। এই জয়ের মূল কৃতিত্ব কুশল মেন্ডিসের। ১০ চারে সাজানো ৫২ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে শ্রীলংকাকে সুপার ফোরে নিয়ে যান মেন্ডিস। ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় লংকানরা।

আর লংকানদের এই জয়ে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে গেলেন তারা। ৩ ম্যাচের সবকয়টিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে গেছে শ্রীলংকা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর