Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় শিল্পপতির বিরল প্রজাতির আমগাছ চুরি, থানায় অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৪

ছবি কোলাজ: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শিল্পপতির বিলাসবহুল বাড়ি থেকে বিরল প্রজাতির মূল্যবান ‘মিয়াজাকি’ আমগাছ চুরির অভিযোগ উঠেছে। জাপান থেকে আনা এ গাছটির আনুমানিক দাম প্রায় এক লাখ টাকা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্র থেকে জানা যায়, উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত বহুতল ভবন ‘প্যারেন্ট লজ’-এর মালিক হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ। তিনি প্রায় এক বছর আগে স্ত্রী সুরাইয়া বিলকিসের জন্মদিনে উপহার হিসেবে জাপান থেকে বিরল প্রজাতির এই আমগাছটি নিয়ে আসেন। পরে গাছটি প্লাস্টিকের ড্রামে রোপণ করে বাড়ির দক্ষিণ পাশে রাখা হয়।

বিজ্ঞাপন

গত ১ সেপ্টেম্বর হঠাৎ করেই গাছটি ড্রামসহ উধাও হয়ে যায়। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক গোলাম হাফিজ জানান, সবুজায়নের জন্য প্যারেন্ট লজ ও আশপাশে দেড় হাজারেরও বেশি গাছ লাগানো হয়েছে। তার মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল ‘মিয়াজাকি’ প্রজাতির এ আমগাছ। কড়া নিরাপত্তার মধ্যেও গাছটি হঠাৎ হারিয়ে যাওয়া বিস্ময়কর।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মূল্যবান ও উপহারের গাছ হারানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

আমগাছ কুষ্টিয়া চুৃরি

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর