Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোর করে ও ধমক দিয়ে কর নেওয়া যাবে না: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৮

এনবিআর’র বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের ‘মাইলফল উদযাপন’ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ঢাকা: জোর করে ও ধমক দিয়ে কর নেওয়া যাবে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সতর্ক করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে এনবিআর’র বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের ‘মাইলফল উদযাপন’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এনবিআর চেয়াম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী প্রমুখ।

অর্থ উপদেষ্টা বলেন, ‘জোর করে ও ধমক দিয়ে ট্যাক্স নেওয়া যাবে না। কর আদায় বাড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে। ব্যবসায়ীরা আয় করলে, তারা অবশ্যই কর দেবে।’ তিনি বলেন, ‘আপনি (এনবিআর কর্মী) যদি ভালো সেবা দেন, মানুষ কর ও ফি দেবে। যদি না দেন, তবে তারা তা আটকে রাখবে। তাই সবচেয়ে ভালো উপায় হলো মানসম্পন্ন সেবার প্রতি মনোযোগ দেওয়া। এর পর ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই সাড়া দেবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ব্যবসা ছাড়া, বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া আমরা এক পা-ও এগোতে পারব না। মানুষ প্রায়ই আমাদের কম ট্যাক্স-টু-জিডিপি অনুপাত নিয়ে কথা বলে। কিন্তু ব্যবসা যদি সমৃদ্ধ না হয়, তাহলে আমরা কর সংগ্রহের আশা করতে পারি না।’ সরকারি সেবায় ডিজিটালাইজেশনের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

পরে এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এরই মধ্যে সফল হয়েছে। এর মাধ্যমে আমাদের ব্যবসায়িক গতিশীলতা বাড়বে, স্বচ্ছতা বাড়বে। আমাদের দুর্নীতি কমবে ও ব্যবসায়িক প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। কর্মপরিধি ও কর্মস্পৃহা ব্যাপক বৃদ্ধি পাবে। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার একটি প্রয়োজনীয় নিয়ামক এবং আমরা এটিতে অংশীদার হতে পারলাম।’

ডিজিটাল এই প্রকল্পের নিরাপত্তা ও সিকিউরিটি ইস্যু নিয়ে প্রশ্ন করলে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হন। তিনি সাংবাদিকদের কী প্রশ্ন করতে হবে তাও শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এই (বিএসডব্লিউ) প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে, কেন বাড়বে, কীভাবে বাড়বে- সেটা প্রশ্ন করতে পারেন। এই সফটওয়্যার সেইফ কী, সেইফ না; এটি একটি জাতীয় প্রতিষ্ঠান যেহেতু করেছে, নিশ্চিতভাবেই সেইফ ধরে নিতে হবে। এটা প্রযুক্তির আলোচনা না। এটা প্রযু্ক্তিগতভাবে নিরাপদ কী, নিরাপদ না! হ্যাঁ, নিরাপদ। উত্তর হচ্ছে, নিরাপদ।’

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘বিএসডব্লিউ’র মাধ্যমে ছয় লাখের বেশি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আপনি ধরে নিতে পারেন এখানে যথেষ্ট নিরাপত্তা রয়েছে।’ এলডিসি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সরকার এলডিসি গ্র‍্যাডুয়েশনের ব্যাপারে কাজ করছে। ব্যবসায়ীদের দাবি বোঝার চেষ্টা করছে। এটি (এলডিসি)চলমান প্রক্রিয়া।’

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘এর মাধ্যমে প্রায় ৬ লাখ সার্টিফিকেট দেওয়া হয়েছে। একদিন বা এক ঘণ্টার মধ্যেই হয়ে যাচ্ছে। এখানে যে সফলতা এসেছে, এটি দেখে আমরা অনেক জায়গায় সংস্কার করতে পারব।’

এক প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এই প্রকল্পে আমরা কল সেন্টারের মাধ্যমে সাপোর্ট দিচ্ছি। এখানে যে ১৯টি সংস্থা রয়েছে তারা সবাই অটোমেটেড। আরও অনেক সংস্থা এখন এর সঙ্গে সমন্বয় হতে চাচ্ছে।’

প্রসঙ্গত, আমদানি ও রফতানির প্রক্রিয়া সহজ করতে শুল্কবিষয়ক সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) অনলাইনে পেতে গত ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিএসডব্লিউ। ২ জুলাই থেকে পরিপত্র জারির মাধ্যমে ১৯টি সংস্থার সিএলপি বিএসডব্লিউ প্লাটফর্মের মাধ্যমে নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করে এনবিআর। ফলে দ্রুতই অনলাইনে এই সেবা গতি পায়।

এখন পযর্ন্ত মোট ৫ লাখ ৭৮ হাজার ৪৯১টি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বিএসডব্লিউ’র মাধ্যমে অনলাইনে ইস্যু করা হয়েছে। অনলাইনে ইস্যুকৃত এসব সিএলপির মধ্যে ৮৪ শতাংশের ক্ষেত্রে আবেদন দাখিলের ১ ঘণ্টার মধ্যে এবং ৯৫ শতাংশের ক্ষেত্রে আবেদন দাখিলের ১ দিনের মধ্যেই ‘স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হয়েছে’ বলে তুলে ধরা হয় অনুষ্ঠানে।

এদিকে, ৫ করদাতাকে ই-রিটার্ন ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। বিগত করবর্ষে একক প্রতিষ্ঠান হিসেবে যারা তাদের সর্বোচ্চ কর্মীর আয়কর বিবরণী (রিটার্ন) অনলাইনে দাখিল করেছে তাদের ই-রিটার্ন ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ব্র্যাক, বুরো বাংলাদেশ ও রেনেটা পিএলসি।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

অর্থ উপদেষ্টা কর জোর করে ড. সালেহ উদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর