Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নেতৃত্বে রিফাত-জাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৯

বামে সভাপতি রিফাত রহমান এবং ডানে সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

ঢাকা: আগামী এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দিয়েছে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম। এতে সভাপতি হয়েছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী রিফাত রহমান। আর সাধারণ সম্পাদক হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফোরামের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে উপদেষ্টামণ্ডলীর সদস্যদের অনুমোদনে এ কমিটি দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মেহেদী হাসান হাসিব (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ), নাহিদুল ইসলাম (ঢাকা কলেজ), রিজভি আহমেদ ভূঁইয়া (ঢাকা মেডিকেল কলেজ) ও আইমান মাহমুদ (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

বিজ্ঞাপন

যুগ্ম সাধারণ সম্পাদক আদনান শাহরিয়ার জিহান (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), জুবায়ের ইসলাম নাবিব (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), রায়হান নিজাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ও নাবিলা ওহাব জেরিন (সরকারি সোহরাওয়ার্দী কলেজ)।

সাংগঠনিক সম্পাদক মো. মাহিন উদ্দিন জুয়েল (মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), প্রচার সম্পাদক হারুনুর রশিদ জিহাদ (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক), দফতর সম্পাদক তানজিদুর রহমান অসীম (ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়), শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এ এইচ এম রাফসান উদ্দিন খন্দকার (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)।

এছাড়া সদস্যরা হলেন- সুমাইয়া খানম (ইডেন মহিলা কলেজ), আরাফাত হোসেন শাওন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ও নাহিদুল ইসলাম (ঢাকা কলেজ)।

সভাপতি রিফাত রহমান বলেন, আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। এ দায়িত্ব আমি একটি আমানত হিসেবে বিবেচনা করি। লক্ষ্মীপুর জেলার মেধাবী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার আদায়ে সোচ্চার হওয়াসহ সমাজ উন্নয়নে অবদান রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।

সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমি বিশ্বাস করি, ছাত্র ফোরাম ঢাকায় অবস্থানরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি পরিবারস্বরূপ। প্রত্যেক সদস্যই আমাদের চলার পথের অনুপ্রেরণা। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর কমিটি গঠন করবো। আমাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা-সমর্থন দেওয়া, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়া।

সারাবাংলা/আরএম/এনজে

লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর