Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
সুপার ফোরে ওঠার আনন্দের মধ্যেই বাবাকে হারালেন লংকান স্পিনার

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৪

বাবা হারালেন লংকান স্পিনার ভেল্লালাগে

আফগানিস্তানের বিপক্ষে তার শেষ ওভারটা ছিল রীতিমত দুঃস্বপ্নের মতো। দুনিথ ভেল্লালাগের সেই ওভারে ৫ ছক্কা মেরে ম্যাচটা লংকানদের প্রায় নাগালের বাইরে নিয়ে গিয়েছিলেন মোহাম্মদ নবী। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়েই সুপার ফোরে পৌঁছে গেছে শ্রীলংকা। তবে জয়ের সেই মুহূর্তেই বড় দুঃসংবাদ পেয়েছেন ভেল্লালাগে। গত রাতে ম্যাচ চলার সময়ই মারা গেছেন ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে।

সুরঙ্গা নিজেও ছিলেন ক্রিকেটার। ছেলেকেও তাই দেখতে চেয়েছিলেন জাতীয় দলের হয়ে খেলতে। শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ শেষ হওয়ার পর সবাই যখন উল্লাসে মেতেছেন, ঠিক তখনই ভেল্লালাগে পান দুঃসংবাদ। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন ৫৪ বছর বয়সী সুরঙ্গা।

বিজ্ঞাপন

বাবা হারানোর শোক তখন ভেল্লালাগের চোখেমুখে। খবর পেয়েই মাঠ ছেড়ে হোটেলে চলে যান এই তরুণ স্পিনার। সেখান থেকে শ্রীলংকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

এশিয়া কাপের বাকি সময়টায় দলের হয়ে খেলবেন কিনা, সেটা এখনো জানা যায়নি। আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোরের মিশন শুরু লংকানদের।

এদিকে ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘মাথা উঁচু করে থাকো, দুনিথ ভেল্লালাগে। তোমার বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। তিনিও একসময় ক্রিকেটার ছিলেন। সর্বশক্তিমান যেন তার আত্মাকে চিরশান্তি দান করেন এবং এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারকে শক্তি, সাহস ও সান্ত্বনা প্রদান করেন। দুনিথ, শক্ত থেকো পুরো ক্রিকেট বিশ্ব তোমার পাশে আছে।’

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ দুনিথ ভেল্লালাগে শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর