ময়মনসিংহ: জুলাই সনদ ঘোষণা, পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী ফ্যাসিবাদদের বিচার দৃশ্যমানসহ ছয় দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার নামাজের পর নগরীর টাউন হল মোড় থেকে খেলাফত মজলিস মহানগরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা করে কার্যকর আইনি ভিত্তি প্রদান করাসহ জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এড. রফিকুল ইসলাম, মহনগরীর সভাপতি অধ্যাপক আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান মাদানিসহ মহানগরীর অন্যান্য নেতারা বক্তব্য দেন।