Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে ভাতের হোটেলে ইয়াবা উদ্ধার, নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৩

হোটেল মালিক ফরিদা বেগমকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

বাগেরহাট: বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরিদা বেগম (৫৫) নামে এক ভাতের হোটেল মারিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর মডেল থানার নাগেরবাজার মাছ বাজার সংলগ্ন একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হোটেল মালিক ফরিদা বেগম নাগেরবাজার এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফরিদা বেগমের ভাতের হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে ফরিদা বেগমকে আটক করা হয়।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ-উল হাসান জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ইয়াবাসহ অন্যান্য মাদকের বিরুদ্ধেও জোরদার অভিযান চালানো হবে। আটক ফরিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

বিজ্ঞাপন