রংপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের পাবলিক লাইব্রেরির মাঠে পাঁচ দফা দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
পেশিশক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন এখন শেষ—এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি মেনে নিলে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত। দাবি আদায় ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করলে রাজপথে এর জবাব দেওয়া হবে।’
জামায়াতে ইসলামী গত কয়েকদিন ধরে পাঁচ দফা দাবিতে দেশজুড়ে কর্মসূচি পালন করছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে নির্বাচন প্রণয়ন এবং অন্যান্য রাজনৈতিক সংস্কার। রাজধানীতে সমাবেশের পর এবার বিভাগীয় পর্যায়ে কর্মসূচি নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে সাতটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, ‘বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিজমের জন্ম হবে। জনগণ যেহেতু চায়, তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে।’
তিনি জুলাই সনদের আইনি ভিত্তির দাবি তুলে বলেন, ‘জুলাই ঘোষণাপত্র লিখতে বিএনপির পরামর্শ নেওয়া হয়েছে, কিন্তু জামায়াতের নয়। এ কারণে অনেক অসংগতি রয়েছে।’
তিনি অভিযোগ করেন, একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে।