ঢাকা: কার্যক্রম স্থগিত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ঝটিকা মিছিল করতে না পারে সেজন্য পুলিশের বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনারসহ (এসি) তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রশাসনিক কারণে তাদের ডিএমপি সদরদফতর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।’
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদি হাসান, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল আলিম ও ডিউটি অফিসার মাসুদুর রহমান।
এদিকে, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসানকে ডিএমপি সদরদফতরে এবং পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুজ্জামানকে রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটা স্পেশাল ড্রাইভ থাকার কথা ছিল মোহাম্মদপুর এলাকায়। বিকেল সাড়ে ৩টার দিকে ডিএমপির একটি ঊর্ধ্বতন তদারকি টিম গিয়ে দেখে, মোহাম্মদপুর থানার সামনে পাঁচটা গাড়ি। এসি (সহকারী কমিশনার, মোহাম্মদপুর) ও পরিদর্শক (অপারেশন্স) অন্য কাজে ব্যস্ত। অথচ, তাদের মাঠে থাকার কথা ছিল। ডিউটি অফিসারের কাজ ছিল স্পেশাল টিমগুলোর তদারকি করার। তিনি সেটা করেননি। এ বিষয়টি কমিশনারকে জানানোর পর তাদেরকে ক্লোজ করা হয়েছে।’
গত সপ্তাহে ডিএমপি কমিশনার বলেছিলেন, ‘যে এলাকায় মিছিল হবে ,সেই এলাকার কর্মকর্তাদের শাস্তি পেতে হবে।’ এমন বার্তা আসার পর মাঠে তৎপরতা বাড়ে পুলিশের।
এমন নির্দেশনার মধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার মোহাম্মদপুর থানায় গিয়ে দেখেন, মাঠে না গিয়ে কয়েক কর্মকর্তা থানায় অবস্থান করছেন। এরপরই তাদের ডিউটি থেকে প্রত্যাহার করা হয়।