Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোক্তা অধিকার রক্ষায় ক্যাবের একগুচ্ছ কর্মপরিকল্পনা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৭

ঢাকা: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ মেয়াদের জন্য নতুন বার্ষিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে ‘ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক’ শীর্ষক এ সংবাদ সম্মেলন এ ঘোষণা দেওয়া হয়।

ক্যাবের নবনির্বাচিত সভাপতি এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, প্রচার সম্পাদক মো. মুসা মিয়া এবং নির্বাহী সদস্য মোহা. শওকত আলী খান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন কর্মপরিকল্পনার মূল উদ্দেশ্য হলো- একটি ন্যায্য, নিরাপদ ও ভোক্তা-বান্ধব বাংলাদেশ গড়ে তোলা। কর্মপরিকল্পনায় সব স্তরে কার্যকর নেতৃত্ব গঠন, সংগঠনকে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করা, ভোক্তা সচেতনতা বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে ভোক্তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা মূল লক্ষ্য হিসেবে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্র থেকে উপজেলা পর্যায়ে সব নিষ্ক্রিয় কমিটিকে পুনর্গঠন ও সক্রিয় করা, সদস্যদের দায়িত্ব ও লক্ষ্য নির্ধারণ এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। নতুন বিভাগ ও সেল (ডিজিটাল, গবেষণা, যুব সম্পৃক্ততা) চালু, কমিটির কার্যক্রম মনিটরিং ও আধুনিক কাঠামো নিশ্চিত করার মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন করা হবে। ভোক্তা কণ্ঠ ও সোশ্যাল মিডিয়া প্রচারণা চালানো হবে। অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, লিংকইন ও এক্স ব্যবহার করে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, খাদ্যে ভেজাল, শিশুশ্রম ও ডিজিটাল প্রতারণা বিষয়ে ক্যাম্পেইন পরিচালনা। এর বাইরেও বেশ কিছু কার্যক্রম রয়েছে।

লিখিত বক্তব্যে ক্যাবের সদ্য সাবেক সভাপতি গোলাম রহমানের জন্য দোয়া চেয়ে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আমাদের লক্ষ্য ভোক্তাদের জাতীয় কণ্ঠস্বর হিসেবে শক্তিশালী করা, স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি করা, টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং ভোক্তা শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্ষমতায়ন নিশ্চিত করা। আমরা ঠিক একবছর পর এখানেই আপনাদের সঙ্গে বসবো এবং তখন আমাদের সফলতা সম্পর্কে জানাবো। তবে, এই এ এবিষয়ে আপনাদেরকেও পাশে থাকতে হবে।’

এসময় ক্যাব সভাপতি বলেন, ‘এ বছর ৩০ হাজার কোটি টাকার কৃষি ঋণ বরাদ্দ করা হয়েছে। কিন্তু প্রান্তিক পর্যায়ের কৃষকরা কতো টাকা ঋণ পাচ্ছে? এখানে, সিন্ডিকেট চক্র সেই সুবিধা নিয়ে একই টাকা চড়া সুদে কৃষকদের দিচ্ছে। এই সকল অনিয়মের বিরুদ্ধেও আমরা কাজ করবো।’

সারাবাংলা/ইএইচটি/এসআর

কর্মপরিকল্পনা ক্যাব ভোক্তা অধিকার সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর