ফরিদপুর : ফরিদপুরে পাঁচ বছর বয়সী শিশু হুজাইফার গলাকাটা মরদেহ ও পাশের ঘর থেকে অন্তঃসত্ত্বা মা সুমাইয়া আক্তারের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদরপুর উপজেলার পূর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা ওই গ্রামের রমজান মুন্সির স্ত্রীর ও ছেলে।
২০২০ সালে সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের মোতালেব মুন্সির ছেলে রমজান মুন্সীর সঙ্গে কৈজুরী গ্রামের রমজান খানের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। নিহত শিশু হুজাইফা ছিল তাদের একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয়রা জানান, রমজান মুন্সী দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। দুই বছর আগে তিনি দেশে ফিরে আসেন; এখন অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল কিনা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, ‘মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত না করে বলা যাচ্ছে না আসলে কী ঘটেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’