দুদিন আগেই পুরো বাংলাদেশ ছিল তাদের পক্ষে। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকায় জয় কামনা করেছে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত। শেষ পর্যন্ত শ্রীলংকার জয়েই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে লিটন দাসের দল। আজ সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই শ্রীলংকাই।
এবারের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাংলাদেশকে হেসেখেলেই হারিয়েছিল শ্রীলংকা। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৯ রান তুলতে পেরেছিলেন লিটন-জাকেররা। শ্রীলংকা সেই লক্ষ্য পেরিয়ে গিয়েছিল মাত্র ১৪ ওভার ৪ বলেই।
সুপার ফোরে আজ আবারও মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। এই রাউন্ডে ৪ দল সবাই সবার মুখোমুখি হবে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে লংকানদের বিপক্ষে লড়বেন লিটন দাসরা।
গ্রুপ পর্বে বাংলাদেশের ব্যাটিং মন ভরাতে পারেনি সমর্থকদের। বিশেষ করে পাওয়ার প্লে ও ডেথ ওভারে মন্থর ব্যাটিং চিন্তার ভাজ ফেলেছে কোচের মাথায়।
গ্রুপ পর্বের সব ম্যাচ আবুধাবিতে খেলেছে বাংলাদেশ। তবে সুপার ফোরের সবকয়টি ম্যাচই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবেন তারা। দুবাইয়ের অতিরিক্ত গরম দুই দলের জন্যই বেশ পীড়াদায়ক হতে পারে।
আজ রাত ৮.৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা। বাংলাদেশ কি পারবে জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করতে?