Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলায় নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২২

মার্কিন বাহিনীর হামলার চিত্র। ছবি: বিবিসি

মার্কিন বাহিনী ভেনেজুয়েলা উপকূলে একটি মাদক চোরাচালানকারী নৌযানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে নৌযানে থাকা তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার নির্দেশে পরিচালিত এই হামলাটি আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত হয়েছে। তিনি দাবি করেন, নৌযানটি অবৈধ মাদক বহন করছিল এবং পরিচিত পাচার রুট ধরে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল। হামলায় তিনজন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানান তিনি।

এ মাসে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় এ ধরনের হামলা। এর আগে ২ সেপ্টেম্বর মার্কিন বাহিনী ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকা লক্ষ্য করে হামলা চালায়, যাতে ১৪ জন নিহত হয়। ট্রাম্প দাবি করেন, নিহতরা দক্ষিণ আমেরিকার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়া-এর সদস্য।

বিজ্ঞাপন

অন্যদিকে ভেনেজুয়েলা অভিযোগ করেছে, সম্প্রতি তাদের একটি মাছধরা নৌকা আটক করে যুক্তরাষ্ট্র উসকানি দিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছেন, ট্রাম্প প্রশাসন ল্যাটিন আমেরিকায় সহিংস শাসন পরিবর্তনের চেষ্টা করছে।

সারাবাংলা/এনজে

নিহত মাদকবাহী নৌকা যুক্তরাষ্ট্র হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর