Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
শ্রীলংকার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮

শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

গ্রুপ পর্বের ৩ ম্যাচের ২টিতে জিতলেও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকেই তাকিয়ে ছিল পুরো দেশ। শেষ পর্যন্ত আফগানদের হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে শ্রীলংকা, তাদের সঙ্গী হয়েছে বাংলাদেশও। আজ সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা। লংকানদের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

এবারের এশিয়া কাপে এখনো ‘পারফেক্ট কম্বিনেশন’ খুঁজে পায়নি বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতি ম্যাচেই এসেছে পরিবর্তন। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে তাই সেরা একাদশ খোঁজার চেষ্টায় থাকবে টিম ম্যানেজমেন্ট।

ওপেনিংয়ে তানজিদ তামিমের জায়গাটা পাকা বললেই চলে। আগের ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। তবে তার সঙ্গী হিসেবে কে থাকবে সেটাই বড় প্রশ্ন। পারভেজ ইমন কিংবা সাইফ হাসানের মধ্যে একজনকে বেছে নিতে হবে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

আজ বাদ পড়তে পারেন তাওহিদ হৃদয়। তার পরিবর্তনে একাদশে ফিরতে পারেন স্পিনার শেখ মাহেদি। ৪ নম্বরে ব্যাটিংয়ে নামার সম্ভাবনা রয়েছে নুরুল হাসান সোহানের।

স্পিনার নাসুম ও রিশাদ একাদশে নিশ্চিতভাবেই থাকছেন। বাংলাদেশ তাই দুই পেসার নিয়ে মাঠে নামতে পারে। তাসকিন ও মোস্তাফিজ সামলাবেন পেস আক্রমণ।

আজ রাত ৮.৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান/পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ-শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর