Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই: আমিনুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

রাজবাড়ী: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আগামীতে যদি আমরা সরকার গঠন করতে পারি এদেশের সাধারণ মানুষের ভোটে তাহলে আমরা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই। যেখানে যেখানে স্টেডিয়াম রয়েছে সেগুলো পরিপূর্ণ সংস্কার করবো আর যেখানে নেই সেখানে নতুন স্টেডিয়াম নির্মান করবো।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠে আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের একটি প্রাণের খেলা। উদ্দীপনার একটি খেলা হচ্ছে ফুটবল। আমি যখন খেলেছি তখন দেখেছি যে স্কুলের ছাদে, টিনের চালে, গাছের ডালে, তাল গাছের মাথায় বসে দর্শকেরা খেলা দেখার পাগল ছিল। আজকে দীর্ঘ দিন পরে রাজবাড়ীর জামালপুরে এই মাঠে ঠিক এমনি চিত্র দেখতে পেয়েছি। ফুটবল ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যুবসমাজকে, তরুণ সমাজকে মাঠে আকৃষ্ট করে মাদক থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে চাই, যুব সমাজকে দূরে রাখতে চাই।

খেলোয়াড় ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমিনুল হক বলেন, শিশু-কিশোরদের শুধু শিক্ষায় মনোযোগী হওয়াই যথেষ্ট নয়, তাদেরকে খেলাধুলাতেও মনোযোগ দিতে হবে। শিক্ষা ও খেলাধুলা একসঙ্গে মানুষকে পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলে। শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের তরুণরাই গড়ে তুলবে একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ।

রাজ্জাক জুট মিলের পরিচালক আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন।

ফাইনাল খেলায় বালিয়াকান্দির খালকুলা একাদশ ২-০ গোলে মধুখালীর আশাপুর একাদশকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

সারাবাংলা/এনজে

আমিনুল হক ক্রীড়াঙ্গন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর