ঢাকা: ‘সহকারী জজ’ পদে ১০০ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অষ্টাদশ এ পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা দিতে পারবেন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
পদের নাম: সহকারী জজ;
পদসংখ্যা: ১০০টি;
বেতন স্কেল: ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা (২০১৬ সালে বর্ণিত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রদত্ত অন্য সুবিধাও প্রাপ্য হবেন);
প্রার্থীর বয়স: অনধিক ৩২ বছর (১ জানুয়ারি ২০২৫ তারিখে);
আবেদনের যোগ্যতা:
*আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে;
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় এখানে ক্লিক করে আবেদনপদ্ধতি, পরীক্ষার নম্বর বণ্টনসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আবেদন ফি:
টেলিটকের মাধ্যমে আবেদন ফি বাবদ ১২০০ টাকা পরিশোধ করতে হবে (ফি জমাদানের শেষ সময় ১ অক্টোবর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট)।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।