Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৯

হোটেলে মামুনুর রহমানের মরদেহ।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশা দ্রব্য পান করার কারণে তার মৃত্যু হয়েছে।

মৃত মামুনুর রহমান মাসুম পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং তার বাড়ি শহরের সবুজপাড়ায়। পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান ও হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মামুনুর রহমান তার তিন বন্ধুর সঙ্গে চুয়াডাঙ্গায় ঘুরতে আসেন। তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের ম্যানেজার সাগর জানান, তারা তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরবর্তীতে মামুনুরের দুই বন্ধু চলে গেলেও তিনি হোটেলেই থেকে যান।

বিজ্ঞাপন

ম্যানেজার সাগর আরও জানান, মামুনুর বেশ হোটেলে আসার পরেই অসুস্থ ছিলেন। তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে হোটেলের চতুর্থ তলা থেকে কান্নার শব্দ শুনে তিনি উপরে গিয়ে দেখতে পান মামুনুরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তখন স্বজনরা জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, সংবাদ পেয়ে তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সিআইডি ও পিআইবিকে খবর দেয়া হয়েছে তারা এসে তদন্ত করবে। পুলিশও বিষয়টি তদন্ত করছে। মরদেহে ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সারাবাংলা/এনজে

আবাসিক হোটেল উদ্ধার যুবকের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর