Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে দুর্নীতি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৯

‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে-দুর্নীতি প্রতিরোধে করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা ।

ময়মনসিংহ: ময়মনসিংহে ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে-দুর্নীতি প্রতিরোধে করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর এক ট্রেনিং সেন্টারে আয়োজিত সভায় গ্রীন ফোর্স ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি প্রফেসর ড. আবদুল আওয়ালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গ্রীন ফোর্সের চেয়ারম্যান মিকায়েল রহমান।

এ সময় বক্তব্য দেন গ্রীন ফোর্সের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস এম হক, ডেপুটি কো-অরডিনেটর অধ্যাপক জাহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গ্রীণ ফোর্সের বিভাগীয় কমিটির সহ- সভাপতি এ কে এম মাহবুবুল আলম, বিভাগীয় সাধারণ সম্পাদক সেলিমা বেগম।

বিজ্ঞাপন

সভায় জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, সংগঠনটি টাউন হলে চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সারাবাংলা/এসডব্লিউ

দুর্নীতি রোধ মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর