ময়মনসিংহ: ময়মনসিংহে ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে-দুর্নীতি প্রতিরোধে করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর এক ট্রেনিং সেন্টারে আয়োজিত সভায় গ্রীন ফোর্স ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি প্রফেসর ড. আবদুল আওয়ালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গ্রীন ফোর্সের চেয়ারম্যান মিকায়েল রহমান।
এ সময় বক্তব্য দেন গ্রীন ফোর্সের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস এম হক, ডেপুটি কো-অরডিনেটর অধ্যাপক জাহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গ্রীণ ফোর্সের বিভাগীয় কমিটির সহ- সভাপতি এ কে এম মাহবুবুল আলম, বিভাগীয় সাধারণ সম্পাদক সেলিমা বেগম।
সভায় জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, সংগঠনটি টাউন হলে চত্বর থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।