রংপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে আশ্রয় নিয়ে তিনি (শেখ হাসিনা) দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাটে জামায়াতে ইসলামীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ১৬ বছর ধরে দেশের মানুষকে বিপদে ফেলে এখনও ভারতের স্বার্থে কাজ করে যাচ্ছেন।
তারাগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই পথসভায় আজহারুল ইসলাম তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিনা অপরাধে বছরের পর বছর আমাকে জেলে আটকে রাখা হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল, এমনকি চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি। কিন্তু সত্যকে দমন করা যায় না, অবশেষে সত্যের জয় হয়েছে।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক এমপি পদপ্রার্থী আজহারুল আরও বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের জোয়ারে শেখ হাসিনা বিপর্যস্ত হয়ে পেছনের দরজা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। পরে গণমাধ্যমে জানা যায়, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। এখন সেখান থেকে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছেন।
আজহারুল অভিযোগ করেন, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের স্বার্থের কথা ভাবেননি। তিনি সবসময় ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। এ কারণেই তিনি গর্ব করে বলেছিলেন, ভারতকে যা দিয়েছি, তা তারা কখনো ভুলবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে তার দলের নেতাকর্মীরা এখনও ভারতের মাটিতে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
পথসভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর কর্মপরিষদের সদস্য ও বদরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হান্নান খান। এ সময় ইউনিয়ন ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।