Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে ‘ইলেকট্রিক কার’ উদ্বোধন, ক্যাম্পাসে ভাড়া ৫ টাকা

ইবি করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৬

ইবি ক্যাম্পাসে পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কারের উদ্বোধন।

কুষ্টিয়া: প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কার উদ্বোধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে পরীক্ষামূলকভাবে ১৪ সিটের তিনটি বৈদ্যুতিক কার উদ্বোধন করা হয়। কিছুদিনের মধ্যে আরও একটি কার যুক্ত হবে বলে পরিবহন দফতর থেকে জানানো হয়।

উদ্বোধনকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরিবহন দফতর সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শাটল কারগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হয়েছে, যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এই পদ্ধতিকে ‘আয় থেকে দায় শোধ’ মডেল হিসেবে দেখা হচ্ছে, যা ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরইমধ্যে কার্যকর হয়েছে। আধুনিক ডিজাইনের এসব শাটলে রয়েছে ছাউনির ব্যবস্থা, যা যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেবে।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের এই ইলেকট্রিক শাটল। ইনশাআল্লাহ আগামীকাল থেকে শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে। যে কোম্পানি থেকে আমরা এই শাটলগুলো নিয়েছি সেই কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, বৈদ্যুতিক শাটল কার সরবরাহ করছে ডেস্ক বাংলাদেশ’র এমএ এন্টারপ্রাইজ। যারা বাংলাদেশের একমাত্র স্বীকৃত ইলেকট্রিক যানের ডিলার। প্রতিষ্ঠানটি এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক যান ভাড়ার সফল সেবা দিয়ে আসছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইলেকট্রিক কার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈদ্যুতিক শাটল কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর