গ্রুপ পর্বের শেষের নাটকে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ। যে শ্রীলংকার সাহায্য নিয়ে পরের রাউন্ডে উঠেছিল বাংলাদেশ, আজ সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই লংকানরাই। আজ টসের লড়াইয়ে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টসে জিতে প্রথমে বোলিং করবেন তারা।
এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তান ও হংকংকে হারিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলংকার কাছে দ্বিতীয় ম্যাচে হেরে শঙ্কায় ছিল সুপার ফোরে খেলা।
বাংলাদেশের ভাগ্য ঝুলছিল শ্রীলংকা-আফগান ম্যাচের ওপর। শেষ পর্যন্ত শ্রীলংকার দাপুটে জয় কপাল খোলে বাংলাদেশের। সুপার ফোরের প্রথম লড়াইটা সেই লংকানদের বিপক্ষেই।
আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮.৩০ মিনিটে মাঠে নামবে দুই দল।