অনেক নাটকীয়তার পর সুপার ফোরে পা রেখেছিল বাংলাদেশ। এই রাউন্ডের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নেমেছিল লংকানরা। শেষের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বিপক্ষে ১৬৮ রানের পুঁজি পেয়েছে শ্রীলংকা।
টসে জিতে লংকানদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন লিটন দাস। শ্রীলংকার ওপেনিং জুটি বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। মেন্ডিস-নিশানকা ৫ ওভারের আগেই তুলছিলেন ৪৪ রান। তাসকিনের বলে ২২ রান করা নিশানকা ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।
লংকান টপ অর্ডারের বাকিরা তেমন বড় স্কোর গড়তে পারেননি। ভয়ংকর হয়ে ওঠার আগেই মেন্ডিস ৩৪ রানে ফেরেন মাহেদির বলে। মিশরাকেও মাত্র ৫ রানে ফিরিয়েছেন মাহেদি। ১৬ রান করা কুশল পেরেরা ফিরেছেন মোস্তাফিজের আঘাতে। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল শ্রীলংকা। দলকে এরপর বড় পুঁজির স্বপ্ন দেখাচ্ছিলেন দাসুন শানাকা।
৩ চার ও ৬ ছক্কায় ৩৭ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন শানাকা। অন্য প্রান্তে অবশ্য তাকে তেমন সঙ্গ দিতে পারেননি কেউই। মিডল অর্ডারের বিপর্যয়ে লংকানদের স্কোর তাই ১৮০ ছুঁতে পারেনি।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানে থামে শ্রীলংকার ইনিংস। ২০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মোস্তাফিজ।