সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি অবশেষে আদালতের নির্দেশে মালিকের দখলে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উকিল কমিশনের তত্ত্বাবধানে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বাদী হাফিজুলকে ৮১ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় প্রথা অনুযায়ী ঢোল পিটিয়ে দখল কার্যক্রম সম্পন্ন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মৃত শওকত হোসেনের সন্তানরা—আবুল হাসান, বাবুল হোসেন, নার্গিস পারভীন, নাজনীন আক্তার খুকু, নাহিদা পারভীন ও নাদিরা পারভীন—২০০৭ সালে দুটি খতিয়ানের ছয় দাগে মোট ৮১ শতক জমি ক্রয় করেন। ২০২০ সালে রেজিস্ট্রেশন সম্পন্ন হলেও হাফিজুল ও তার পরিবার দীর্ঘদিন জমির দখল পাননি। ফলে আইনি লড়াই চালাতে থাকেন তারা।
আদালতের নির্দেশ বাস্তবায়নে নেতৃত্ব দেন কলারোয়া থানার এসআই তপন কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘আদালতের নির্দেশ বাস্তবায়ন করেছি। উকিল কমিশনের তত্ত্বাবধানে সার্ভেয়ার দিয়ে বাদীকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।’
জমি বুঝে পেয়ে বাদী হাফিজুল আবেগাপ্লুত হয়ে বলেন, ‘দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর অবশেষে ন্যায়বিচার পেলাম। তবে আজ সকালে জমিতে গেলে আমাকে মারধরের চেষ্টা করা হয় এবং হুমকি দেওয়া হয়। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
উকিল কমিশনার অ্যাডভোকেট মানির বিশ্বাস জানান, দেওয়ানি মামলা (২৬৮/২২) এর ডিক্রি অনুযায়ী মাপজোক শেষে জমি হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘আদালতের আদেশক্রমে ঢোল পিটিয়ে বাদীকে জমি বুঝিয়ে দেওয়া হলো। এভাবে আদালতের রায় বাস্তবায়ন হওয়ায় বিরোধের অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।’